‘সবাইকে বালতি কিনে মগে করে পানি ব্যবহার করতে হবে’: প্রধানমন্ত্রী

পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিদ্যুৎ অপচয় না করার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'বিদ্যুৎ যেন সীমিত আকারে ব্যবহার হয়, যেটুকু লাগবে সেটুকু, না হলে সুইচড অফ করে দিতে হবে। পানি ব্যবহার, সেখানেও মিতব্যয়ী হতে হবে।'
এক ফোঁটা পানিও অপচয় যাতে না হয়, সেজন্য ঝরনা ছেড়ে গোসল না করে বালতি, মগ ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।
শেখ হাসিনা বলেন, 'ওই কল ছেড়ে রেখে, ঝরনা ছেড়ে রেখে গোসল করা চলবে না।
'সবাইকে বালতি কিনে মগে করে পানি ব্যবহার করতে হবে। এক ফোঁটা পানি যেন অপচয় না হয়। পানির জন্য হাহাকার, উন্নত দেশগুলোতে হাহাকার।'
বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সারা বিশ্বে যখন পানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে, সেই মুহূর্তেই এসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।
সামনে অর্থনৈতিক মন্দায় বিশ্বের উন্নত দেশগুলোর অবস্থা আরও খারাপ হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 'বিশ্বে আরও ভয়াবহ অবস্থা হবে, পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদের উৎপাদন করতে হবে। ছাত্রলীগ ধান কাটায় যেমন সাহায্য করেছে, ধান রোপণেও সাহায্য করবে।'