জ্বালানি তেলের দাম: লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার।
আজ সোমবার (২৯ আগস্ট) এ বিষয়ে জারিকৃত সরকারি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। আজ রাত থেকে নতুন দাম কার্যকর হবে।
দাম কমানোর পর ডিজেলের দাম লিটার প্রতি ১০৯ টাকা, অকটেনের ১৩০ টাকা, পেট্রোলের ১২৫ টাকা এবং কেরোসিনের দাম ১০৯ টাকায় নেমে আসল।
এর আগে, আজ দুপুরে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, "জ্বালানি আমদানিতে শুল্ক ও অগ্রিম কর কমানোয় মূল্য সমন্বয়ের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে, এটি এখনো বিবেচনাধীন।"
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, "কতটা অ্যাডজাস্ট হবে সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই।"
রোববার (২৮ আগস্ট) ডিজেল ও চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার।
হ্রাসের পর ডিজেলের আমদানি শুল্ক ২২.৭৫ শতাংশে নেমে এসেছে।
এর আগে, গত ৫ আগস্ট সরকার প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, প্রতি লিটার অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে। কেরোসিনের দামও ৪২.৫ শতাংশ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।
বর্তমানে তরল জ্বালানি আমদানিতে প্রায় ৩৪ শতাংশ কর আরোপ করা হয়। এছাড়া বিতরণ পর্যায়ে অতিরিক্ত ১৫ শতাংশ এবং ব্যবসায়িক পর্যায়ে আরও ২.৫ শতাংশ আদায় করা হয়।
এই কর ব্যবস্থার আওতায় সরকার প্রতি বছর তরল জ্বালানি খাত থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা এবং এর চেয়েও বেশি রাজস্ব আয় করে।