মুন্সীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০
কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি অনুযায়ী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া এবং গুয়াগাছিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় বিএনপির অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজনের ভাষ্যে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাউশিয়া (দাসকান্দি) বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। এ সময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোঁড়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া উপজেলার বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, 'এটি সংঘর্ষ নয়, পরিকল্পিত হামলা।' তিনি বলেন, প্রশাসনকে জ্ঞাত করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করে তারা বাড়ি ফিরে যাচ্ছিলেন পথিমধ্যে দড়ি বাউশিয়া এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা তাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
হামলায় গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু, গজারিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মানিক প্রধান সাদ্দাম, বাউশিয়া ইউনিয়ন যুবদল কর্মী শাহ আলী, বাউশিয়া ইউনিয়ন যুবদল কর্মী আমিনুল ইসলামসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় স্বেচ্ছাসেবক লীগ গজারিয়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানের সাথে। তিনি বলেন, বিএনপি-জামাত জোট যাতে বিক্ষোভ মিছিলের আড়ালে কোন প্রকারের নাশকতা করতে না পারে সেজন্য দড়ি বাউশিয়া এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন নামে একজন তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়; প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে বাজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন এরকম কোন তথ্য তার কাছে নেই।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিক্ষোভ মিছিলটি পূর্ব নয়াকান্দি গ্রাম থেকে শুরু হয়ে বাউশিয়া (দাসকান্দি) বাজারে এসে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক মকবুল আহমেদ রতন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমুখ।