খুলনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, কার্যালয় ভাংচুর

খুলনা মহানগরের খালিশপুর থানায় একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে, আওয়ামী লীগের এক নেতার মোটরসাইকেল ও বিএনপির কার্যালয়।
শনিবার বিকাল ৫টার দিকে খালিশপুরের বৈকালীর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, 'বিকালে বৈকালীর মোড়ে একই স্থানে এবং সময়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। পরে দুই পক্ষকেই বুঝিয়ে তাদের কর্মসূচি স্থগিত করা হয়।'
কিন্তু, পুলিশি বাধার প্রতিবাদে 'খালিশপুরে ঝটিকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর পিপলস মোড়ে এলে, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়েছেন'- যোগ করেন তিনি।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব তুহিন ইসলাম বলেন, 'কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে খালিশপুরে ঝটিকা মিছিল করেছিল বিএনপি। পিপলস মোড়ে পৌঁছালে মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ। এ সময় আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। একইসাথে, বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়েছে'।

খালিশপুর থানা আওয়ালী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ বলেন, 'বৈকালীর মোড়ে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল। তবে পুলিশ নিষেধ করলে আমরা চলে যাই। আমরা কিছু দূরে এগোলে বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা টুটুল ও তাঁতিলীগ নেতা খোকন গুরুতর আহত হয়েছেন। এ সময় তারা আমার মোটরসাইকেলটি ভেঙে ফেলে'।
