কোটি টাকার ময়লার ট্রাক ৬০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ৩
চলতি মাসের শুরুর দিকে (১২ আগস্ট) ঢাকার মাতুয়াইল কেন্দ্রীয় বর্জ্য ডাম্পিং স্টেশন থেকে চুরি হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ট্রাকের অংশবিশেষের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
১৭ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়ায় একটি স্টিল মিল থেকে ময়লাবাহী ট্রাকের ইঞ্জিনের কিছু অংশ পাওয়া যায়।
ঘটনার তদন্ত করতে গিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ওয়ারি বিভাগ) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুরির সময় ট্রাক চালানো বহিরাগত ইমন (নোয়াখালী থেকে গ্রেপ্তার), ডিএসসিসির চালক আমির (ঢাকা থেকে গ্রেপ্তার) এবং গাড়িটি আলাদা করে নিয়ে যাওয়া আলমগীর (নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার)।
১৯ আগস্ট ঢাকার একটি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোনারগাঁয়ের মোগরাপাড়ায় এইচকেজি স্টিল মিলের পাশে 'শাওন এন্টারপ্রাইজেস' নামের একটি মোটরযান মেরামতের দোকানে মাত্র ৬০ হাজার টাকায় ট্রাকটি বিক্রি করে ইমন ও আমির।
এরপর ১৭ আগস্ট স্টিল মিলে ময়লা ফেলার গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ পাওয়া গেলে শাওন এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে শাওন এন্টারপ্রাইজের কর্মচারী আলমগীরকে আটক করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, চুরি হওয়ার পরপরই গাড়িটি কেটে এর কিছু অংশ গলিয়ে ফেলা হয়।
তবে ট্রাকটি বিক্রির জন্য দায়ী ব্যক্তি ও স্টিল মিল মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি।
তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (ওয়ারী বিভাগ) আজহারুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি তাদের অপরাধ স্বীকার করেছে।"
"তারা কোটি টাকার ময়লা ফেলার ট্রাক মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"