চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর এলাকায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে সাতজন পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের দাবি, বিকেল ৪টার দিকে কালিপুর এলাকায় একটি সমাবেশে করছিলো স্থানীয় বিএনপি কর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পুলিশের লাঠিচার্জে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
তবে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান টিবিএসকে বলেন, বিএনপি নেতাকর্রামীরা রাস্তা বন্ধ করে সমাবেশ করছিলো।
'পুলিশ বাঁধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন', বলেন তিনি।