রাশিয়া, ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে এলসি নিশ্চিত করবে ২৪ বৈশ্বিক ব্যাংক: টিপু মুনশি
রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানির জন্য ২৪টি গ্লোবাল ব্যাংক খাদ্যশস্য আমদানি পত্র (এলসি) নিশ্চিতকরণ প্রদান করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অর্থ প্রদান সংক্রান্ত সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
অন্য দেশ থেকে খাদ্য সামগ্রী আমদানির জন্য অবশ্যই এলসি জারি করতে হবে তবে রপ্তানিকারক দেশ সব ব্যাংকের এলসি গ্রহণ নাও করতে পারে। এক্ষেত্রে তাদের বিশ্বস্ত গ্লোবাল ব্যাংক থেকে এলসি নিশ্চিতকরণ করা প্রয়োজন।
নতুন এ সিদ্ধান্তের ফলে এখন রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে কোনো বাধা থাকলো না; তাই ভবিষ্যতে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলে জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন থেকে সার ও খাদ্য আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি আরো বলেন, সরকার ওষুধ রপ্তানি ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং অন্যান্য রপ্তানি খাত থেকেও ডলার আয় বাড়ানোর চেষ্টা করছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সহজে আমদানি এবং সহজে অর্থ প্রদানের দিক নিয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, "আপনারা দেখতে পাবেন গম ও চাল আমদানি নিরবচ্ছিন্ন হবে।"
১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওপেন মার্কেট সেল (ওএমএস)সহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
ওএমএস কর্মসূচির আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ডধারীরাও ১ সেপ্টেম্বর থেকে কম দামে ১০ কেজি চাল কিনতে পারবেন।
আগে শুধু মসুর ডাল, চিনি ও তেল বিক্রি করতো ওএমএস।
এসব খাদ্যবান্ধব কর্মসূচির ফলে শিগগিরই চালের দাম স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।