মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন।
তার মেয়ে আইরিন মাহবুব গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। দুপুর ১টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার।
কর্মজীবনের শুরুতে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন।
শেখ মুজিবুর রহমানের সময় তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহবুব তালুকদার শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন।
পরবর্তীতে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান।
সৃজনশীল লেখালেখিও করেছেন মাহবুব তালুকদার। তার প্রকাশিত গল্প, কবিতা, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, উপন্যাসের বইয়ের সংখ্যা ৪০।
শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে ঢাকায় বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাকি দুজন যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন।