চাকচিক্যের জীবনযাপনের জন্য সাধারণ মানুষ ডিসির কাছে যেতে পারে না: হাইকোর্ট

চাকচিক্যের জীবনযাপনের জন্য সাধারণ মানুষ ডিসিদের কাছে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামকে উদ্দেশ্য করে সোমবার (২২ আগস্ট) আদালত এসব কথা বলেন।
আদালত বলেন, 'আপনাকে সতর্ক করছি। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনি জনগণের সেবক। তাই আপনার অফিসের দরজা-জানালাগুলো খোলা রাখবেন সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে এবং আপনাদের চেহারা দেখতে পারে।'
সোমবার আদালত অবমাননার এক শুনানিতে কুষ্টিয়া জেলা প্রশাসক আদালতে হাজির হলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
আদালত তাকে সতর্ক করে বলেন, 'একজন লুঙ্গি পরা মানুষ কিংবা একজন গরীব মানুষও যেন আপনাদের কাছে যেতে পারে'।
শুনানি শেষে আদালত ডিসিকে হাজিরা থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেন।
এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের স্থগিতাদেশ লঙ্ঘন করে একটি সম্পত্তি নিলামে বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ডিসি, কুষ্টিয়ার পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং আরও দুই ব্যক্তিকে তলব করেন হাইকোর্ট।
কুষ্টিয়ার ব্যবসায়ী ও সম্পত্তির মালিক শফিকুল ইসলামের দায়ের করা অবমাননার আবেদনে বলা হয়েছে, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলাম করা হয়।
শফিকুলের ঋণের বিপরীতে সম্পত্তিটি ব্র্যাক ব্যাংকের কাছে বন্ধক ছিল।
মামলার পরবর্তী শুনানির দিনে ডিসি ছাড়া সবাইকে হাজির থাকতে বলেছেন আদালত।