নতুন ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল মন্ত্রিসভা
মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

আজ নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।
আজ সচিবালয়ের বৈঠকে লাইট ইঞ্জিনিয়ারিং নীতির উন্নয়নের জন্য খসড়া আইনের অনুমোদন, পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর এবং আরও কিছু বিষযয়ে আলোচনা হয়।