বিআরটি দুর্ঘটনা: চীনা ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি করবে না বেইজিং
সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীমুদ্দিন এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বক্স গার্ডার দুর্ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। ইতোমধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তদন্তে প্রকল্পের ঠিকাদার কোম্পানি চায়না গেজুবা গ্রুপ কর্পোরেশন (সিজিসিসি)- এর দায়ের বিষয়টি উঠে এসেছে।
ঠিকাদার কোম্পানির দোষ প্রমাণিত হলে এবং কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করলে সেক্ষেত্রে বেইজিং কোনো আপত্তি করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এসময় রাষ্ট্রদূত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আন্তরিক সমবেদনা জানান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
লি জিমিং বলেন, ঠিকাদার কোম্পানিটির হয়ে তদন্ত করতে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত কমিটিকে তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।
এসময় সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, 'এ মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র জাতি ব্যথিত।'
তিনি বলেন, যেকোনো উন্নয়নকাজে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 'তদন্ত কমিটিতে আমরা বুয়েটের একজন বিশেষজ্ঞকে রেখেছি। আগামী ৭ দিনের মধ্যে তারা কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে'।
সচিব জানান, কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৫ আগস্ট উত্তরায় বিআরটি-৩ প্রকল্পের একটি বক্স গার্ডার চলন্ত একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে গাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্যের তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হয় আরও দুজন।
গাড়ির দুই যাত্রী- নববিবাহিত দম্পতি রেজাউল করিম হৃদয় (২৬) এবং রিয়া আক্তার (১৯)- কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু, অন্য পাঁচ যাত্রী- ঝর্ণা আক্তার (২৭) ও তার দুই শিশু সন্তান জাকারিয়া (৪) এবং জান্নাত; হৃদয়ের বাবা আইয়ুব হোসেন রুবেল (৫৫) ও কনের মা ফাহিমা আক্তার (৩৮) ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় বিআরটি-৩ প্রকল্পের চীনা ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দুর্ঘটনায় নিহতদের একজনের ভাই আফরান মণ্ডল বাবু ৩৩৮ ও ৩০৪ ধারায় সিজিজিসি'র বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সোমবার রাতে মামলা করেন।