পান্থপথে আইপিডিআই'র হাইপারটেনশন সেন্টার উদ্বোধন

আজ (১৫ আগস্ট) রাজধানীর পান্থপথ এলাকায় আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে 'আইপিডিআই হাইপারটেনশন সেন্টার' উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নীরব ঘাতক, অনেকেই জানেন না তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।
এর প্রতিকারে নিয়মতান্ত্রিক জীবন যাপনে ডাক্তার পরামর্শ নেওয়ার তাগিদ দেন তারা।
এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী 'বিনামূল্যে চিকিৎসা সেবা' দিয়েছে নতুন এই প্রতিষ্ঠানটি। এতে সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
বর্তমানে দেশের দেশের ২৫ থেকে ৩০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন।
আইপিডিআই ফাইউন্ডেশনের সিইও এবং জেনারেল সেক্রেটারি ডা. মহসীন আহমদ বলেন, সাধারণত রোগীরা হাইপারটেনশনজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায়।
"তাই আইপিডিআই ফাইউন্ডেশন 'আইপিডিআই হাইপারটেনশন সেন্টার' প্রতি শনিবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে হাইপারটেনশন চিকিৎসা সেবা দিবে।"
পরবর্তীতে রোগীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষার মাধ্যমে হাইপারটেনশনজনিত জটিলতা রোধে কাজ করে যাবেন বলে জানান তিনি।
অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল শাফী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম।
কর্মসূচিতে চিকিৎসাসেবা দিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ, অধ্যাপক খালেদ মহসীন, ডা. ফাতেমা বেগম, ডা. কায়সার নসরুল্লাহ খান, ডা. মহসীন আহমদ, ডা. মো. আরিফুর রহমান, ডা. মতিউর রহমান, ডা. সেলিম মাহমুদ, ডা. সাইদুর রহমান খান, ডা. মো. জাহিদ হাসান, ডা. মাহবুবা আক্তার চৌধুরী এবং ডা. শিবলী শাহেদ।