নিয়ন্ত্রণে চকবাজারের পলিথিন কারখানার আগুন

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাট এলাকার পলিথিন কারখানার আগুন।
সর্বশেষ খবর অনুযায়ী, ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বরিশাল হোটেলে কাজ করতো এমন দুজন নিখোঁজ দাবি করেছে স্বজনরা। তারা হলেন বরিশালের বিল্লাল (৩৩), শরিয়তপুরের উসমান (২৫)।
তবে কিছুক্ষণ আগে উদ্ধারকৃত মরদেহের মধ্যে তাদের মরদেহ আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করেছে।
দুপুর ১২টায় আগুন লাগার খবর আসে এবং ১২টা ৯ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে যায় বলে জানান তিনি।
এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, "আগুনের সূত্রপাত নিচতলার হোটেল থেকে৷ তবে সেটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে শুনেছি। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।"
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা।