পণ্যমূল্য নির্ধারণে কাজ করছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বৈশ্বিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমার পর দেশের বাজারেও খরচ কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলার সময় তিনি বলেন, 'সরকার মানুষের কষ্ট কমানোর চেষ্টা করছে। তবে এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও অন্যান্য বৈশ্বিক অনিশ্চয়তার ফলে সৃষ্ট চলমান আন্তর্জাতিক সংকট।'
টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কমছে না ডলারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছার কারণে। এতে আরও বেড়েছে নিত্যপণ্যের দাম। প্রতিবেশী দেশগুলোতেও ডলারের দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হওয়ার পথে আছে, এমন জল্পনা উড়িয়ে দিয়ে টিপু মুনশি বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।