জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর দাবি বাস মালিকদের
সরকার গণপরিবহনের ভাড়া ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পক্ষে। অন্যদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাস মালিকরা ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর দাবি করেছেন।
ভাড়া নির্ধারণে আজ শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র প্রধান কার্যালয়ে বাস মালিকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক চলছে।
বর্তমানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ১.৮০ টাকা ও সিটি বাসে প্রতি কিলোমিটার ২.১৫ টাকা।
বিআরটিএ সূত্র জানিয়েছে, তারা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর পক্ষে। তবে বাস মালিকরা না মানলে- ভাড়া আরও বাড়তে পারে।
নাম না প্রকাশের শর্তে বিআরটিএ'র একজন কর্মকর্তা জানান, 'তবে, কোনোভাবেই ভাড়া ২০ শতাংশের বেশি বাড়ানো হবে না'।
অন্যদিকে ৩০% ভাড়া বৃদ্ধির লক্ষ্য নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন বাস মালিকরা।
তাদের মতে, শুধু তেলের দাম বাড়ানোর কারণেই নয়, ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন কারণে গাড়ির যন্ত্রাংশের দামও বেড়েছে। তাই সবকিছু মিলিয়ে- ভাড়া বাড়াতে হলে সেটা ৩০ শতাংশের কম হওয়া উচিত হবে না।
গতকাল শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি তেলের দাম ৪২.৫ শতাংশ থেকে ৫১.৬ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২০০১ সালের পর এটিই জ্বালানির দামের সর্বোচ্চ বৃদ্ধি। রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে নিত্যপণ্যের দাম যখন আকাশচুম্বী ঠিক তখনই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়েছে। অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।