চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিকরা। শনিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।
তিনি বলেন, "জ্বালানি তেলের দামের সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম। আজ বিকেলে যেহেতু বিআরটিএর গণপরিবহন ভাড়া নির্ধারণ বিষয়ক সমন্বয় কমিটি সভা ডেকেছে, তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।"
এর আগে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।
সরকারের এই ঘোষণার পর শুক্রবার রাতে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
জ্বালানি তেলের নতুন মূল্যের সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে শনিবার সকাল থেকে ধর্মঘট পালন করে বাস মালিক ও শ্রমিকরা। আকস্মিক এই ঘোষণায় সকাল থেকেই বিপাকে পড়েন অফিসগামী মানুষ।