এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমল
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমেছে।
নতুন এক ট্যারিফ আদেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১,২৫৪ টাকা থেকে কমিয়ে ১,২১৯ টাকা করে।
এলপিজির কাঁচামাল আমদানি ব্যয় সমন্বয় করে মঙ্গলবার নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেছেন, ২০২২ সালের ২ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন আদেশ অনুসারে, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা, যা জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হার যেকোনো আকারে সিলিন্ডারের জন্য প্রযোজ্য হবে।
এদিকে মোটরযানে ব্যবহৃত অটোগ্যাস বা এলপিজির দাম লিটারপ্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।
তবে সরকারি মালিকানাধীন ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়নি। সেটির দাম আগের মতোই ৫৯১ টাকা রয়েছে।