দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই
দেশের জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অমিত হাবিব রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা ছিল সঙ্কটাপন্ন। বৃহস্পতিবার রাত ১১টার পরে ওই হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
গণমাধ্যমটির সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২১ জুলাই) দেশ রূপান্তরে অফিসে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। সে রাতেই অমিত হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হেমোরেজিক স্ট্রোক হয়েছে। রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে।
১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে সংবাদকর্মীর কর্মজীবন শুরু করেন সদ্য প্রয়াত অমিত হাবিব। এরপর নানান পদে কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ, যায়যায়দিন পত্রিকা, কালের কণ্ঠ, দৈনিক সমকাল-সহ বহুল প্রচারিত অনেক গণমাধ্যমে।
সর্বশেষ ২০১৮ সাল থেকে তিনি দৈনিক দেশ রূপান্তর সম্পাদকের দায়িত্ব নেন।