কৃত্রিমভাবে ডলার সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, 'অনেকে দাম বাড়িয়ে আমদানির ব্যবস্থা করছে। বাধা দিলে তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চলে যাচ্ছে। সরকার এটা বন্ধ করার চেষ্টা করছে।'
আজ বুধবার (২৭ জুলাই) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'ডলার সংকট শিগগিরই শেষ হয়ে যাবে। এবছর রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়বে।'
অর্থমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন আইএমএফের কাছে ঋণ চাওয়া হচ্ছে না বা চাওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কিন্তু গত রোববার অর্থবিভাগ থেকে আইএমএফকে চিঠি দিয়ে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ চেয়েছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রেক্ষিত অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থাপনা করা হয়ে থাকে।'
'সরকার যদি ডিমান্ড এক্সপোজ করে দেয় তাহলে ঋণের শর্ত-সুদ নিয়ে দরকষাকষিতে সরকার শক্তিশালী অবস্থানে থাকবে না। সেজন্য এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে কিছু বলা হয়নি। আইএমএফ কী শর্ত দেয় সেগুলো দেশের পক্ষে যায় কিনা, উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।'
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'নির্ধারিত সুদহারের কারণে দেশের অর্থনীতি ভালো আছে। এই সুদ হার যদি না থাকতো তাহলে করোনার সময়ে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে যেত। ফলে এটি অনেক ভালো সিদ্ধান্ত।'
'এতে ব্যাংক খাতে স্থিতিশীল অবস্থায় আছে। বেসরকারি খাতও ভালো আছে। আইএমএফ বললেই এই সিদ্ধান্ত থেকে সরকার সরে যাবে তেমন নয়।'
'তবে বাস্তবতার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত পরিবর্তনের দরকার হলে সরকার তা করবে,' যোগ করেন অর্থমন্ত্রী।