যুক্তরাষ্ট্রের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ, ভ্রমণে সতর্কতা
বাংলাদেশসহ ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভ্রমণ গন্তব্য হিসেবে নতুন করে এ ছয়টি দেশকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' তালিকায় যোগ করেছে।
লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ) তালিকায় আগের ১২০টি দেশের সাথে নতুন যোগ হওয়া বাকি দেশগুলো হল- এল সালভাদর, হন্ডুরাস, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে-, যে সব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি কভিড শনাক্ত হয়েছে, এসব দেশকে লেভেল-৩ বা 'উচ্চ ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় রেখেছে সিডিসি।
উচ্চ ঝুঁকির দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনের প্রাথমিক ডোজ ছাড়াও বুস্টার নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কিছু দেশ গত কয়েক মাস ধরেই এ তালিকায় আছে।
ইউরোপের বাইরে ব্রাজিল, কানাদা, কোস্টারিকা, মালেয়শিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও তুরস্কও এ তালিকায় আছে।