২ ঘণ্টায় পদ্মা সেতু ভ্রমণ! চালু হচ্ছে ‘পদ্মা সেতু প্যাকেজ ট্যুর’
পদ্মা সেতুতে এবার চালু হচ্ছে সাশ্রয়ী মূল্যে প্যাকেজ ট্যুর।
দেশি-বিদেশি পর্যটকদের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজন করছে 'ঢাকা-পদ্মা সেতু-ভাঙা চত্বর বঙ্গবন্ধু মানমন্দির-ঢাকা' শীর্ষক একটি ভ্রমণ প্যাকেজ।
আগামীকাল (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় আগারগাঁওতে অবস্থিত পর্যটন ভবন থেকে চালু হচ্ছে এই ট্যুর। প্রতি শুক্র ও শনিবার নিয়মিত চলবে এটি।
এই প্যাকেজ ট্যুর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব এসি মাইক্রোবাস যোগে আগারগাঁওস্থ পর্যটন ভবন থেকে শুরু হয়ে শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠবে। বিকেল আনুমানিক ৫:৩০ টায় পদ্মা সেতু অতিক্রম করবে এই বাস।
এই ভ্রমণের মাধ্যমে পর্যটকগণ দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতু উপভোগ করতে পারবেন।
প্যাকেজ ট্যুরটি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট প্রশিক্ষিত গাইড দ্বারা পরিচালিত হবে।
আগামীকাল এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী, এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেসজ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড ১) জনাব মোঃ আলি কদর।