এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

এ বছর ঈদুল আজহায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (জেকেএস)।
মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক প্রেস ব্রিফিংয়ে জেকেএসের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, "গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এবার।"
তিনি আরও বলেন, অতীতের মতো এবারও সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
জেকেএসের অভিযোগ, যানজটের কারণে হোটেলগুলো যাত্রীদের সুবিধা নিয়েছে।
এতে অনেককে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মতে, দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম না মানা।
এতে আরো বলা হয়, সড়কে দুর্ঘটনার আরেকটি কারণ ভুল সাইডে গাড়ি চালানো।
জেকেএস দুর্ঘটনা এড়াতে ধীরগতির এবং দ্রুতগামী যানবাহনের জন্য পৃথক লেন বাস্তবায়নের সুপারিশ করেছে এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।