এনডিএমের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ইসির রাজনৈতিক সংলাপ শুরু
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন (ইসি)। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রথম দল হিসেবে সংলাপে যোগ দিয়েছে।
রোববার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা ৩৫ মিনিটে ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম-এর ৯ সদস্যের একটি দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি, যা ১১:৩০টা পর্যন্ত চলবে।
ইসি নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে। আজ থেকে ৩১ জুলাই পর্যন্ত ইসির এ সংলাপ চলবে।
আজ রোববার সকাল সাড়ে দশটায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সঙ্গে সংলাপ শুরু হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ; বিকেল আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস; এবং বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
তবে বিএমএল সংলাপে নাও আসতে পারে বলে জানিয়েছে ইসি সূত্র।