বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, কোন দেশ উন্নত এনিয়ে সংঘর্ষ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোন দেশ উন্নত এনিয়ে তর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ৯নং সোরা গ্রামের আলামিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে জনাব আলী নামের একজন গুরুতর আহত হয়েছেন।
আহত জনাব আলী (৪০) ওই গ্রামের জিয়াদ মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশের মধ্যে কোন দেশ উন্নত- এনিয়ে চায়ের দোকানদার আলামিন হোসেন ও জোনাব আলীর মধ্যে ৫০০ টাকা বাজি ধরা হয়। কিন্তু গুগল সার্চে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কবির্তক শুরু হয়।
তর্কের এক পর্যায়ে জিন্নাত গাজী (৪৫), রেজাউল হোসেন (৪০) ও আলামিন হোসেন (৩৪) তিন সহোদর ভাই জোনাব আলীকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে গুরুতর আহত করে। চায়ের দোকানে থাকা লোকজন মারামারি ঠেকাতে গেলে জিন্নাত গাজী তাদের উপরও চড়াও হয়। সবার নিষেধ উপেক্ষা করে জিন্নাত গাজী জোনাব আলীকে আবারো সজোরে আঘাত করে। এতে জনাব আলী অজ্ঞান হয়ে গেলে ভয়ে মারধরকারীরা পালিয়ে যান।
পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে জনাব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যায়।
গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়ে তর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একতরফা মারপিট করা হয়েছে জনাব আলীকে। শুনেছি- বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ উন্নত- এটা নিয়ে মারামারির সূত্রপাত ঘটে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি এখনও থানাতে কেউ জানায়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে খোঁজখবর নিচ্ছি।