তিন মুঠোফোন অপারেটরের কাছ থেকে পৌনে ৩ কোটি টাকা জরিমানা আদায় বিটিআরসির

অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ার অভিযোগে দেশের বেসরকারি তিন মোবাইল অপারেটরের কাছ থেকে ২ কোটি ৭৮ লক্ষ জরিমানা আদায় করেছে বিটিআরসি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, রবি আজিয়াটা, গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছ থেকে ভ্যাটসহ যথাক্রমে ২ কোটি ১০ লক্ষ, ৫২ লক্ষ ৫০ হাজার ও ১৫ লক্ষ ৭৫ হাজার টাকাসহ সর্বমোট ০২ কোটি ৭৮ লক্ষ ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন ও ১৪ জুলাই রবির পাঠানো সংশ্লিষ্ট পে-অর্ডার গ্রহণ করে বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী গত ১০ এপ্রিল বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে টেলিকম অপারেটরগুলোকে আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়।