ছাগলের চামড়ার মূল্য ৫-১০ টাকা, ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়
সাতক্ষীরায় ছাগলের চামড়া ফেলে দিচ্ছেন পশু মালিকরা। একদিকে প্রতিটি চামড়ার মূল্য ৫-১০টাকা অন্যদিকে ক্রেতা সংকট।
চামড়া ব্যবসায়ীরা বলছেন, চামড়া কিনলে লোকসান ছাড়া বিক্রির ব্যবস্থা নেই।
এদিকে, ক্রেতা সংকট থাকায় সাতক্ষীরার বিনেরপোতা বাইপাস সড়কের পাশে ছাগলের চামড়া ফেলে রাখতে দেখা যায়। ৭০-৮০ টি চামড়া পড়ে রয়েছে সেখানে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চামড়ার মূল্য না পাওয়ায় ছাগলের চামড়াগুলো ফেলে দিয়েছেন পশু মালিক ও ব্যবসায়ীরা। বিক্রি না হওয়ায় বিনেরপোতা বাইপাস সড়কের পাশে রাস্তার ধারে ৭০-৮০টি ছাগলের চামড়া পড়ে রয়েছে।
সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের আনার সরদার জানান, ছাগলের চামড়া এখন কেউ কিনে না। সে কারণে কোরবানীর পর চামড়াটি ফেলে দিয়েছি। আগে কোরবানীর পর ছাগলের চামড়া কেনার জন্য ব্যবসায়ীরা বাড়ি বাড়ি আসতো এখন কেউ আসেন না।
খড়েরডাঙ্গা গ্রামের মহসিন মোড়ল জানান, একজন ব্যবসায়ীকে ছাগলের চামড়া ক্রয়ের কথা বলেছিলাম তিনি বলেছেন চামড়াটি নিতে পারি সঙ্গে দুই কেজি লবণ কেনার টাকা দিতে হবে। উপায় না দেখে যারা ছাগল কোরবানী দিয়েছেন সবাই চামড়া ফেলে দিয়েছেন। কেউ কেউ মসজিদ-মাদরাসায় দান করেছেন।
ছাগল ও গরুর চামড়া ক্রয় করেন সাতক্ষীরার বড় বাজারের ব্যবসায়ী জামালউদ্দীন। তিনি বলেন, আমি ছাগলের চামড়া কিনছি ৫-১০ টাকায়। গরুর চামড়া হিসেবে ১০০-৬০০ টাকায় কিনেছি। ছাগলের চামড়া কিনে লোকসান হয়, প্রসেসিং করতে করতে নষ্ট হয়ে যায়।
"গরুর চামড়াও কিনে লবণ দিয়ে প্রসেসিং করে রাখতে হয়। তারপর আবার আমাদের কাছ থেকে ক্রয়ের ক্রেতা নেই। সরকার মূল্য নির্ধারণ করেছে ১০ টাকা ফুট হিসেবে লবণ দেয়া চামড়া কিনবে। লবণ দিতে হয় ১০ টাকার। আমাদের কাছ থেকে কারা কিনবে সেটি এখনো জানি না।"
তিনি জানালেন, গত ৩-৪ বছর ধরে চামড়ার কোন ব্যবসা নেই, ক্রেতা নেই। ৩-৪ বছর ধরে জোর করে বাকিতে যশোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিলেন, এখনো সেই টাকাও দেয়নি।
"তবুও কিনে রাখছি দেখি কী হয়। বিক্রি করার লোক এখনো পাইনি। ৩-৪ বছর ধরে চামড়া কিনে খুব পেরেশানিতে (চিন্তায়) আছি। সরকার বলে চামড়া যেন নষ্ট হয় না কিন্তু আমাদের কাছ থেকে কিনবে কারা সেটি ঠিক করে না।"
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক নাজমুল হাসান বলেন, মাদরাসা, মসজিদ এতিমখানা ও আড়তে লবণ দিয়ে মজুদ রাখা হচ্ছে কোরবানীর চামড়া।
ছাগলের চামড়া ১০-১৫ টাকা ও আকারভেদে ৪০০-৬০০ টাকায় গরুর চামড়া কিনছেন ব্যবসায়ীরা। জেলায় আনুমানিক ২০ হাজার গরু কোরবানী হয়েছে।
"এখনো পর্যন্ত পশুর চামড়া ফেলে দিয়েছে এমন খবর আমরা পাইনি। যেখানে ছাগলের চামড়া ফেলে দেওয়ার খবর পাচ্ছি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী ও পশু মালিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।"
তিনি বলেন, সরকার চামড়া যেন নষ্ট না হয় সে বিষয়ে কাজ করছে। আমরাও বিষয়টি মনিটরিং করছি সার্বক্ষণিক।