জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক মারা গেছেন

স্বাধীনতা ও একুশে পদকজয়ী মিউজিওলজিস্ট, গবেষক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক মারা গেছেন।
আজ রোববার (১০ জুলাই) এক ফেসবুক পোস্টে তার মৃত্যু সংবাদ জানিয়েছেন- এনামুল হকের সাবেক সহকর্মী লেখক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী।
সেখানে তিনি লিখেছেন, আজ দুপুরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক।
ড. এনামুল হকের জন্ম- ১৯৩৬ সালের ১৫ আগস্ট (সার্টিফিকেটে ১ মার্চ ১৯৩৭) বগুড়া শহরে। বাবা এনায়েত আলী ছিলেন সরকারি আমিন, মা রওশন আরা।
১৯৮৩ সালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হন তিনি। জাদুঘরের আওতা ও সংগ্রহ বৃদ্ধির উল্লেখযোগ্য অনেক উদ্যোগ তার দায়িত্বপালনকালে বাস্তবায়িত হয়।