ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
বঙ্গবন্ধু সেতুতে ঘটা এক সড়ক দুর্ঘটনার ফলে আজ শুক্রবার (৮ জুলাই) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ব্রিজের পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এরপর সেতু কর্তৃপক্ষ ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে।"
এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে বলেও জানান তিনি।
বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ওসি।
শুক্রবার ভোরবেলায়ই বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ থেকে সদর উপজেলার রসুরপুর পর্যন্ত যানজট শুরু হয়।
দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা।
জোকেরচর এলাকায় আটকে পড়া পাবনাগামী বাসের চালক রাসেল মিয়া জানান, সড়কে অনেক যানবাহন ছিল। ৫ কিলোমিটার যেতে এক ঘণ্টা লাগে তার।