এক দেশকে শায়েস্তা করতে গিয়ে সারা বিশ্বকে শাস্তি না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

একটি দেশকে শাস্তি দিতে গিয়ে সারা বিশ্বের মানুষকে শাস্তি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন ও 'বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু রাজনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, সাড়ে ১৬ কোটি মানুষের ওপর রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা টানা কষ্টকর। বিষয়টি অনুধাবন করে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে উন্নত দেশগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।