ওমানে গাড়ি চাপায় বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিক্রিয়ার শহরে গাড়ি চাপায় মোহাম্মদ মমিনুল হক (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।
বাংলাদেশ সময় শনিবার ভোরে বিক্রিয়ার শহরের একটি শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর এলাকার মৃত দুধা মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা সাইফ উদ্দিন বাবর জানান, তিন বছর পূর্বে তিনি ওমান পাড়ি জমান। ওমানের বিক্রিয়ার শহরে একটি বাড়িতে কাজ করতেন মমিন।
সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে তার
দুর্ঘটনার দিন বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করতে যান মমিন। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাড়ালে পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।
বাবর আরও জানান, মমিনুল কয়েকজন বাংলাদেশিসহ একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার সকাল ১০টার দিকে মমিনের রুমমেটরা মৃত্যুর বিষয়টি ফোনে বাড়ির লোকজনকে জানায়।
তার মরদেহ দেশে আনার কাজ চলছে।