দেখা গেছে জিলহজের চাঁদ, ১০ জুলাই কোরবানির ঈদ
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে, আগামী ১০ জুলাই (১০ জিলহজ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
এদিন সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এ সভা অনুষ্ঠিত হয়।