পদ্মা সেতুর নাট খোলার আগে রেঞ্চ দিয়ে আলগা করা হয়েছিল: পুলিশ

পদ্মা সেতুর নাট খুলে ভিডিও বানানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আরেক তরুণ মাহদি হাসান (২৭) আগেই রেঞ্চ দিয়ে নাটটি ঢিলা করে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি শাখার প্রধান মোঃ আসাদুজ্জামান বলেন, "নাট খোলার জন্যই উদ্দেশ্যমূলকভাবে তিনি রেঞ্চটি সাথে নিয়েছিলেন।"
বুধবার রাতে লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিটিটিসি প্রধান আরও জানান, মুন্সীগঞ্জের বাসিন্দা মাহদি একসময় ছাত্রশিবিরের সদস্য ছিলেন।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয়, তখন মাহদি রেঞ্চ নিয়ে সেখানে যায়। সে রেঞ্চ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। বলা যায়, নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।
পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার উদ্দেশ্যে নিজের হাতে নাট সরানোর একটি ভিডিও তৈরি করে।
মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে মাহদি এরপর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে।