‘হাফপাস না দিলে ঘরে ফিরবো না’
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসসহ ৯ দফা দাবিতে কাকরাইল মোড়, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। অনেককেই হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
রোববার দুপুর ১টার দিকে কাকরাইলের মোড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এরপর বিক্ষোভ মিছিল শেষে তারা দিনের কর্মসূচি সমাপ্ত করে।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের ঘোষণা দিতে হবে এবং সরকারিভাবে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে, অন্যথায় আমরা ঘরে ফিরে যাব না।"
হাবিবউল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জাবেদ হোসেন বলেন, "বাস মালিক ও সরকার আমাদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা করছে। কিন্তু আমরা কোনো ধরনের হঠকারি সিদ্ধান্ত ও আশ্বাসে বিশ্বাসী নই। আমাদের দাবি মানলেই আমরা রাস্তা থেকে সরবো।"