‘টাকা না পেয়ে’ বাবাকে কুপিয়ে হত্যা
‘ব্যবসা করার জন্য টাকা না দেওয়ায়’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আমির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় নেয়ার পথে মারা যান ওই ব্যক্তি। নিহত আমির হোসেন উপজেলা সদরের আলমনগর এলাকার মৃত ঝাড়ু মিয়ার ছেলে। তিনি সেনাবাহিনীর সাবেক সৈনিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আমির হোসেন গত কয়েক বছর আগে নবীনগর সদরের পশ্চিম পাড়ায় বাড়ি কিনে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে কয়েক বছর আগে প্রবাসে চলে যান তিনি। সম্প্রতি দেশে ফেরার পর তার বড় ছেলে আরাফাত ইসলাম শুভ (২৪) নবীনগর বাজারে বইয়ের ব্যবসা করার জন্য টাকা দিতে বলেছিলেন। কিন্তু আমির হোসেন ছেলেকে টাকা দিতে রাজি হচ্ছিলেন না। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমির হোসেনের কাছে আবারও টাকা চাইলে না দেয়ায় ঘরে থাকা দা দিয়ে স্থানীয় আলমনগর সড়কে এলোপাতাড়ি কোপানো শুরু করেন শুভ। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার ডাক্তারদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, অভিযুক্ত ছেলে শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।