৪৬ ঘণ্টায় মুভমেন্ট পাসের জন্য ১৬ কোটি আবেদন
সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে জরুরি চলাচল নিয়ন্ত্রণ করতে ডিএমপিরচালু করা মুভমেন্ট পাস অ্যাপটিতে মাত্র ৪৬ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ কোটি নক/হিট পেয়েছে।
পুলিশ ইতোমধ্যে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করেছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র ইউএনবির কাছে এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়েবসাইট থেকে প্রাপ্ত ডাটাবেজের একটি পর্যালোচনা থেকে দেখা যায় যে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি আবেদন জমা পড়ে।
অর্থাৎ ওয়েবসাইটটি প্রতি মিনিটে প্রায় ৫৭ হাজার ৯৪২টি নক পেয়েছে।
এর আগে, মঙ্গলবার পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মুভমেন্ট পাস অ্যাপটি চালু করেন।
কোনো ব্যক্তি তার নাম, ফোন নম্বর, জন্ম তারিখ, গন্তব্যের বিশদ বিবরণ, বৈধ পরিচয় (এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) এবং বাইরে যাওয়ার কারণ সরবরাহ করে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে পারেন।
তবে, সাংবাদিক এবং জরুরি পরিষেবা সরবরাহকারীদের এই পাসের প্রয়োজন হবে না।