৪১৭ মিটার সড়কে বায়ুদূষণ, জরিমানা ৫ লাখ টাকা

চট্টগ্রাম নগরীর সাগরিকা থেকে বড়পোল পর্যন্ত ৪১৭ মিটার সড়কে বায়ুদূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের শুনানি শেষে মহানগরের পরিচালক নূর উল্লাহ নূরী জরিমানার এ আদেশ দেন।
শুনানিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সৈয়দ নূর ও সিটি করপোরেশনের পক্ষে সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, প্রকল্প এলাকার বাতাসে সাসপেনডেড পার্টিকুলার ম্যাটারের (এসপিএম) উপস্থিতি ছিল ২২৫০, যেখানে আদর্শ মান মাত্রা হচ্ছে ২০০ পিপিএম। পিএম১০ ছিল ৮২৫ পিপিএম, যার আদর্শ মান মাত্রা হচ্ছে ১৫০। এ ছাড়া পিএম২.৫ ছিল ৪৭৫ পিপিএম, যার আদর্শ মান মাত্রা হলো ৬৫ পিপিএম।
তিনি আরও বলেন, এ ধরনের পদার্থের উপস্থিতি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে ও ভয়াবহ দূষণ নির্দেশ করে। তা ছাড়া প্রকল্প এলাকায় দূষণ রোধের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।