২৪ ঘণ্টায় কোভিডে আরও ২ জনের মৃত্যু
কোভিড-১৯ এ আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) আরও দুজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের দুইজনই ছিলেন ঢাকা বিভাগের।
এছাড়া, আজ সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ২১৩ জন। দেশজুড়ে ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৩ শতাংশ।
এর আগে সোমবার চার জনের মৃত্যু ও ২৩৪ জনকে শনাক্তের কথা জানায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
সর্বশেষ সংখ্যা যুক্ত হয়ে মৃত ও শনাক্তের মোট সংখ্যা যথাক্রমে; ২৭ হাজার ৯২৮ এবং ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ এ উন্নীত হলো।
গত ২৪ ঘণ্টায় ২২৩ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়, সেরে ওঠার হার ৯৭.৭১ শতাংশ।
দেশে মহামারি শুরুর পর থেকে মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৭৭ জন পুরুষ ও নারী হলেন ১০ হাজার ৫১ জন।
গত বছরের মার্চে দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানায় সরকার। আর প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ওই মাসের ১৮ তারিখে।