২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, পজিটিভ শনাক্তের হার ৩.৪৩%

সার্স কোভ-২ করোনাভাইরাস সৃষ্ট ভয়াল ব্যাধি কোভিড-১৯ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের জীবনপ্রদীপ নিভিয়েছে। তবে তা গতদিনের ২৩ জনের চেয়ে কম।
প্রাণঘাতী এই ভাইরাসের কারণে গত দুইমাস টানা শতাধিক মৃত্যু হলেও চলতি মাসের শুরু থেকে তা কমেছে। একই সময়ে সংক্রমণ কমে ৫ শতাংশের নিচে আসায় এ পরিস্থিতিকে 'স্বল্প ঝুঁকিপূর্ণ' বলছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।
প্রখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, পরপর দুই সপ্তাহ করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা পরিস্থিতি 'নিয়ন্ত্রণে' আছে বলে বিবেচনা করা যায়। তবে এই সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।
গত এক বছরেরও বেশি সময়জুড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২৭ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৪৭ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। টানা দ্বিতীয় দিনের ন্যায় এ সংখ্যা হাজারের নিচে রয়েছে।
এছাড়া পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার দ্বিতীয় দিনের মতো ৩ শতাংশের ঘরে, আজ মোট ২৪ হাজার ৬৭০ নমুনা পরীক্ষার পর এ হার ৩.৪৩ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১০ দিন ধরে মৃত্যুহার ১.৭৭ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
এপর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।