১০ মে দেশে আসবে ৫ লাখ ডোজ চীনা সিনোফার্ম ভ্যাকসিন
আগামী ১০ মে চীনা সিনোফার্ম ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজের চালান দেশে এসে পৌঁছাবে।
আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "আমাদের নিজস্ব জাহাজে দেশে আসবে ভ্যাকসিন," কেনা ভ্যাকসিনের দাম ও কত ডোজ আনা হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে।
"নতুন উৎস থেকে ভ্যাকসিনের দাম এবং কতো সংখ্যক ডোজ কেনা হবে এসংক্রান্ত আলোচনা চলছে,"
টিকাদান কর্মসূচিতে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ সংকট আছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা শীঘ্রই ভ্যাকসিন আনার চেষ্টা করছি। যেহেতু প্রথম ডোজের ৩ মাস পরও দ্বিতীয় ডোজ দেওয়া যায়, আমাদের হাতে আরও সময় আছে।"
উল্লেখ্য, ভারতের করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ভ্যাকসিন রপ্তানি স্থগিত করেছে দেশটির সরকার। ফলে বাংলাদেশে ভ্যাকসিন সংকট সৃষ্টি হয়েছে। একারণে স্থানীয়ভাবে চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দিয়েছে সরকার।