হোম কোয়ারেন্টিনে না থাকায় চট্টগ্রামে ৪ জনকে জরিমানা

হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা না মানায় চট্টগ্রামে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলার হাটহাজারী, পটিয়া, আনোয়ারা ও রাউজান উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন। এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসন অফিসের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
তিনি জানান, হাটহাজারীতে আরব আমিরাত থেকে ফেরা এক যুবক, রাউজানে ওমান ফেরত একজন, আনোয়ারায় আরব আমিরাত ফেরত একজন এবং পটিয়ায় মধ্যপ্রাচ্য ফেরত একজনকে এ জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯১ জন।