হেফাজত নেতা লোকমান আমিনী গ্রেপ্তার
ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা লোকমান হোসেন আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি জসিম উদ্দিন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে বলেন, "হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থনে ফেসবুকে পোস্ট করেছেন তিনি,"
যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় একটি মসজিদের খতিব আমিনীকে শনিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মতুর্জাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
২৮ মার্চ থেকে ডাকা হেফাজতের হরতাল চলাকালীন সময় সিদ্ধিরগঞ্জ এলাকায় আমিনীকে ভাঙচুরে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।