হেফাজত নেতা মামুনুল ৭ দিনের রিমান্ডে
সোমবার (১৯ এপ্রিল) সকালে মামুনুলকে ডিবি অফিস থেকে আদালতে হাজির করা হয়।
মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত।
যথাযথ তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
মামলার শুনানির পর ঢাকা মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তার রিমান্ড মঞ্জুর করে।
গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৯ এপ্রিল) সকালে মামুনুলকে ডিবি অফিস থেকে আদালতে হাজির করা হয়।