হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার দুপুরের পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের মুখপাত্র শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার বায়োপসি পরীক্ষা করেন চিকিৎসকরা।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রফেসর ড. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডর অধীনে চিকিৎসাধীন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়।
গত ১৯ সেপ্টেম্বর, সরকার তার কারাদণ্ডের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।
শর্ত অনুযায়ী, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে না এর কারণ তাকে বাড়িতে থাকতে হবে এবং সেখানে চিকিৎসা নিতে হবে। একই শর্তে তাকে আগে ছেড়ে দেওয়া হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বাত, ডায়াবেটিস, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়ে চলতি বছরের মে ও আগস্ট মাসে দু'বার সরকারের কাছে আবেদন করেছিল, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে জানায়, একজন দণ্ডিত ব্যক্তির এমন সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই।