স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ আমিনুল হাসানকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ৮ জানুয়ারি তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুরউস সাদিক।