স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক হলেন আহমেদুল কবির
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আহমেদুল কবিরকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এর আগে এ পদের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি অবসরে যাওয়ায় আহমেদুল কবিরকে এ পদে পদায়ন করা হলো।
অধ্যাপক ডা. আহমেদুল কবির এত দিন রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।
এছাড়াও তিনি বাংলাদেশ সোসাইটি অভ মেডিসিনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জার্নালে তার অন্তত ৩৯টি লেখা প্রকাশিত হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আহমেদুল কবির বলেন, 'সবাইকে সাথে নিয়ে হেলথ সেক্টরের উন্নয়নে কাজ করার চেষ্টা করব।'