স্বাধীনতা দিবসে নেই কোনো কর্মসূচি

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। প্রতি বছর দিবসটি মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সমগ্র জাতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সকল জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।
প্রাণঘাতী এই ভাইরাসে ইতোমধ্যেই সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ; প্রাণ হারিয়েছেন ২১ হাজারেরও বেশি। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। এমন পরিস্থিতে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও রাখেনি কোনো কর্মসূচি।
স্বাধীনতা দিবস উপলক্ষে গণমাধ্যমে আওয়ামী লীগের পাঠানো বিবৃবিতে বলা হয়েছে, বিশ্বসভ্যতার এক সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় জীবনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সমাগত। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ'-এর বছরব্যাপী কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে বাতিল করা হয়েছে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশের সব কর্মসূচি বাতিল করেছি। কোনোভাবে যেন সমাবেশ না হয় সেজন্য নেতাকর্মীদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছি।