সৌদি থেকে বিশেষ বিমানে ৪০০ জনকে দেশে আনা হলো

মঙ্গলবার সকালে বিশেষ বিমান পাঠিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে ৪০০ বাংলাদেশি যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ৩১৭ জনই ওমরাহ পালন করতে গিয়ে দেশটিতে আটকা পড়েছিলেন। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এর আগে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আসা-যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শেষ ফ্লাইটটি মঙ্গলবার জেদ্দা ছাড়বে। এর আগে-পরে আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবে আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না।
জেদ্দা ও মদিনা থেকে দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের ওই ফ্লাইটে আসার অনুরোধ করা হয়েছিল। এটিই সেই ফ্লাইট।