সৌদি থেকে দেশে ফেরার শেষ ফ্লাইট মঙ্গলবার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আসা-যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটটি ছাড়বে। এর আগে-পরে আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবে আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না।
জেদ্দা ও মদিনা থেকে দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের ওই ফ্লাইটে আসার অনুরোধ করা হয়েছে।
এ খবর নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
এছাড়া ওমরাহ ভিসা বা অন্য যেসব যাত্রী বিমানে ভ্রমণের জন্য ইতোমধ্যেই বুকিং করেছেন, তাদের জন্য বিমান একটি মাত্র 'ফেরি ফ্লাইট' পরিচালনা করবে।