সোহেল রানাসহ ইঅরেঞ্জের ১০ জনের বিরুদ্ধে আরেক মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইঅরেঞ্জের অংশীদার সাবেক ডিএমপি পরিদর্শক শেখ সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
ইঅরেঞ্জের গ্রাহক সুলতান মাহমুদ মঙ্গলবার কিছু বিক্ষুব্ধ গ্রাহকের পক্ষে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গুলশান থানা পুলিশকে সোহেল ও ইঅরেঞ্জের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে সুলতানের দায়ের করা এফআইআর গ্রহণের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
মামলায় সোহেল রানাকে চার নম্বর আসামি করা হয়েছে।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, সোহেল ও ইঅরেঞ্জের অন্যান্য প্রধানরা ৮৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এর আগে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য গত শুক্রবার সীমান্ত এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ইঅরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাশুকুর রহমানসহ তিনজন এখন কারাগারে আছেন।