সৈয়দপুর বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হলো আজ (১৮ নভেম্বর)। সকাল ৮ টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ করে।
সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গতকাল (১৭ নভেম্বর) নভোএয়ারের একটি ফ্লাইটের নোজ হুইলের টায়ার (সামনের চাকা) ফেটে যাওয়ায় রানওয়ে ব্লক হয়ে যায়। এরপর সেনাবাহিনীর সহায়তায় রাত ১ টা ৩৫ মিনিটে রানওয়ে ক্লিয়ার করা হয়। ফলে রাত থেকেই ফ্লাইট চলাচলের উপযোগী ছিল রানওয়েটি।
তবে, নভোএয়ারের বিমানের যে সমস্যা হয়েছিল তা সমাধান করতে সময় লাগবে বলে জানান তিনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণ করে। অবতরনের সময়ই সামনের চাকা ফেটে গেলে ফ্লাইটটি রানওয়েতে থেমে যায়। বিমানে সৈয়দপুরগামী ৭৪ জন যাত্রী ছিলেন।
বাংলাদেশ এভিয়েশন হাবের একটি ফেসবুক পোস্টে বলা হয়, "ধারণা করা হচ্ছে, অবতরণ এবং রানওয়ে টাচডাউনের আগেও নোজ গিয়ারের টায়ার বাঁকা হয়ে গিয়েছিল। তবে, এই বিষয় পাইলটদের জানার কোনো উপায় নেই। ওয়াচটাওয়ার থেকে রিপোর্ট পাওয়ার সাথে সাথে পেশাদারীত্বের সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন তারা।"
"যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সময় নষ্ট করেনি তারা। এছাড়া, বিমানটিকে রানওয়েতে রাখার জন্য দিকনির্দেশনামূলক নিয়ন্ত্রণ বজায় রেখে সবাইকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল," যোগ করে তারা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি রানওয়েতে পড়ে থাকায় এ বিমানবন্দরের সকল ফ্লাইট বন্ধ ছিল।